K S Khan Apps

সালাত পড়ি বুঝে বুঝে (Salat Pori Bujhe Bujhe) 1.0
K S Khan
আল্লাহ্ বলেন, “এবং আমাকে স্মরণ কারার জন্য সালাত কায়েম করো”সূরাত্বাহা-১৪। আল্লাহ্ আরো বলেন “নিশ্চিতভাবে সফলকাম হয়েছেমু’মিনরা,যারা নিজেদের সালাতে বিনয়াবনত।” - (সূরা মুমিনুন ১-২)আল্লাহ্ আরোবলেন- (হে নবী!) তোমার প্রতি অহির মাধ্যমে যে কিতাব পাঠানোহয়েছে তাতিলওয়াত করো এবং সালাত কায়েম করো নিশ্চিতভাবেই সালাত(মানুষকে) অশ্লীলও খারাপ কাজ থেকে বিরত রাখে। - (সূরা আনকাবুত- ৪৫)উপরে উদ্ধৃত তিনটিআয়াতের মধ্যে প্রথমটিতে আল্লাহ্ বলেছেন তাঁকে(আল্লাহ্‌কে) স্মরণ করারজন্য সালাত প্রতিষ্ঠিত (কায়েম) করতে। কিন্তুআমরা সালাতে দাঁড়িয়েআল্লাহকে কতটুকু স্মরণ করি? আমরা সালাতে দাঁড়িয়েব্যবসা-বানিজ্য,চাকরী, ক্ষেত-কৃষি, পরিবারের সমস্যা, আমাদের দৈনন্দিনজীবনের বিভিন্নবিষয় নিয়ে ভাবতে থাকি। তাহলে আল্লাহ্‌কে স্মরণের জন্যসালাত কায়েমেরআল্লাহ্র আহবান কতটুকু বাস্তবায়ন হচ্ছে? সূরা মু’মিনুনেআল্লাহ্সফলকাম মুমিনের বৈশিষ্ট্য বলেছেন সালাতে তারা বিনয়াবনত। একজনমানুষযখন তার চেয়ে অধিক ক্ষমতাবান, সম্মানিত ও মর্যাদা সম্পন্নকোনব্যক্তির সামনে যায়, তখন সে স্বাভাবিক ভাবেই বিনয়ে নত হয়ে পড়ে।কিন্তুআমরা মহাপরাক্রমশালী, মহাসম্মানিত, অতীব মর্যাদাবান আল্লাহ্রসামনেসালাতে দাঁড়িয়ে কতটা বিনয়াবনত? আমরা সালাত পড়ি আর আমাদের মন পড়েথাকেঅন্য জায়গায়। সূরা আনকাবুতে আল্লাহ্ নিশ্চয়তা দিয়েই বলেছেনসালাতমানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু বাস্তবচিত্রকি? লক্ষ কোটি মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছে এবংঠিকসালাত আদায় করেই অশ্লীলতা অন্যায়ে (কুরআন সুন্নাহ্র আলোকে)লিপ্তহচ্ছে। তাহলে আমরা দেখছি উপরে বর্ণিত আল্লাহ্র আয়াত সমূহেরকোনটিই আজবাস্তবায়ন হচ্ছে না। কেন এমনটি হচ্ছে? আল্লাহ্র কালামতো ১০০%সঠিক।তাহলে আমাদের জীবনে সালাতের কোন প্রভাব পড়ছেনা কেন? এর অন্যতমকারণহচ্ছে, সালাতের প্রতিটি বিষয় যেমন- কিয়াম (দাঁড়ানো),কেরাত(তিলাওয়াত), বিভিন্ন তাসবীহ্, দোয়া, রুকু, সিজদাহ্, বৈঠকইত্যাদিতেমহান আল্লাহ্ আমাদের জন্য এমন শিক্ষার ব্যবস্থা রেখেছেন যাআমাদেরজীবনকে পরিবর্তন করে দিবে, কিন্তু আমরা অধিকাংশ মুসলিম তা জানিনা।আমরা জানিনা সালাতে দাঁড়িয়ে আমরা কি পড়ি, কুরাআন তিলাওয়াতে কিবলাহচ্ছে, রুকু সিজদায় কি পড়া হচ্ছে, সালাতের বৈঠকে বসে কি পড়াহচ্ছে,এমনকি আল্লাহ্র কাছে মোনাজাতে কি বলছি তাও আমরা জানি না। যারফলে এসালাতে আমরা আল্লাহ্‌কে স্মরণ করতে পারছি না, সালাতের মধ্যে কোনবিনয়সৃষ্টি হচ্ছে না এবং আমাদের জীবন থেকে অন্যায় অশ্লীলতা দূর করতেপারছিনা, এক কথায় সালাত আমাদের জীবনে কোন প্রভাব ফেলতে পারছে না। যেসালাতআমাদের জীবনে প্রভাব ফেলতে অক্ষম তা যে আল্লাহ্র দরবারে কবুলহচ্ছে নাতা বোঝাই যায়। সুতরাং সালাতের প্রতিটি বিষয় সহীহ্ ভাবে জেনেবুঝে পড়লেসালাত পরিপূর্ণ হবে, পরিশুদ্ধ হবে, আমাদের জীবনে সালাতেরপ্রভাব পড়বেএবং তা আল্লাহ্র দরবারে কবুল হবে। এই সালাত-ই কেবল আমাদেরজীবনকেপরিবর্তন করতে সক্ষম হবে। এই বইটি সংকলনের আর একটি উদ্দেশ্যহচ্ছেকুরআনকে আরবী ভাষায় বুঝতে সহযোগিতা করা। আমরা সালাতে যা পড়ি,সূরাফাতিহা, আরো কিছু সূরা, দোয়া, তাসবীহ্, তাতে কুরআনে ব্যবহৃতপ্রায়অর্ধেক শব্দ এসেছে । সুতরাং এই বইটির প্রতিটি বিষয় কেউ যদি আয়ত্তকরে,তাহলে সে দেখতে পাবে, কুরআনের প্রায় অর্ধেক শব্দ তার জানা।উপরেবর্ণিত লক্ষ্য দুটিকে সামনে রেখেই আমাদের প্রচেষ্টার ফসল “সালাতপড়িবুঝে বুঝে” বইটি। এতে আমরা আযান থেকে শুরু করে সালাতে পঠিত সকলবিষয়,ছানা থেকে দোয়ায়ে কুনুত পর্যন্ত এবং সালাম ফেরানোর পরেরদোয়াসমূহ,দৈনন্দিন জীবনের বিভিন্ন দোয়া এবং আল্লাহ্র কাছে যে সকলমোনাজাতসাধারণত আমরা করি তা অর্থ এবং শব্দার্থ সহ দিয়েছি। এ কাজেকয়েকজন ভাইআমাকে সার্বিক সহযোগীতা করেছেন। আল্লাহ্ যদি আমাদের এইপ্রচেষ্টাকেকবুল করেন এবং সকল বাংলাভাষী মুসলিম ভাই-বোন যদি এ থেকেউপকৃত হন,তাহলে আমাদের এ প্রচেষ্টা সফল হবে। আল্লাহ্ আমাদের নেক নিয়তেকরা এপ্রচেষ্টাটুকু কবুল করুন। আমীন!